আজ আকাশে  চেয়ে গেছে কৃষ্ণচূড়ার রং,
আত্মারা সব জেগে উঠে প্রবল তেজ আর অহং।
আলোর ফোয়ারা জ্বলছে শুধু জীবনের অবিনাশে,
আকাশভরা তারার মেলা নিশ্চল আকাশে।


শহীদেরা আজ পেয়ালা পানে রয়েছে অবিরত,
সুরার নেশায় মত্ত মোরা গানের সুরে শিহরিত।
মাতৃভাষার গানে গানে সাড়া জাগে প্রাণে,
মধুর মত মিষ্টি কথায় চেয়ে থাকি মুগ্ধ নয়নে।


একুশের বাতাস চেয়ে গেছে দেখো শত পুষ্পঘ্রাণে,
নির্মল বায়ুর প্রশ্বাসে নির্বাক কথা কয় স্বপ্রাণে।
তিমির রাতে কবর ফেড়ে উঠে আসি মোরা দলে দলে,
বাংলা ভাষায় লিখতে গাঁথা শত জীবনের বদলে।


এই বুকে প্রেম আছে যত বাধা আসুক,
প্রাণ থাকিতে দেহের মাঝে দেশের তরে মহাসুখ।
স্মরণ করি তোমাদের আজও মরেও যারা অমর,
চিরকাল রবে তোমাদের স্মৃতি, প্রেরণা যোগাবে সমর।