ওগো মা,এই মহী কি  কখনো দেখেনি তোমার পথচলা ?
দিয়েছো স্থান তোমার উদরে, প্রতিদান পেয়েছো কষ্টের সাগরে।
ছিঁড়ে এসেছি যত  বন্ধনের মালা, দিয়েছি শুধুই অবহেলা।
ঘোর কালোরাত্রিতে আগলে রেখেছো বুকের গভীরে।


বহন করেছো কোলে পিঠে সর্বত্র  অনুক্ষণে,
দিয়েছো মেলে ডানা তোমার  আত্মজীবনপণে।
বুঝিনি কিছু অবুঝ শিশু, মেতেছি খেলায় নিত্য বেলায়।
এলাম এবার প্রণাম তোমার, দিবো ভাসিয়ে সুখের ভেলায়।


দিনের পরে রাত আসে তোমার চক্ষু নয়তো বুজে।
প্রার্থনা আছে রবের কাছে, দীর্ঘ জীবন দিও নবসাজে।
সূর্য হাসে আলো আসে, চন্দ্র উঠে আকাশে,
চলে যায় আড়ালে দিন-রাত্রির অবকাশে।