আকাশের বুকে মেঘ জমেছে নিকষ কালো রূপ,
সমুদ্রের বুকে উঠেছে ঝড় সর্বগ্রাসী অপরূপ।
হৃদয়ের আলো ঢেকে দেয় অন্তিম রবির আভাস,
পাখিরা উড়ে যায় হারিয়ে নিঃশব্দ বেদনার প্রবাস।


চারিদিকে গুণগুণ গান গায় শত বাঁশির ঐকতান,
বৃক্ষলতা করুণ সুরে ডাকে বিরহের কলতান।
নিরব শব্দের মূর্ছনায় রক্তিমাভা নীল হয়ে যায়,
তিমির রাতের আঁধারে মনাকাশ ঢেকে যায়।


তবলার সুরে নেই কোন ধ্বনি শুধুই অবকাশ,
পূর্ণিমার চাঁদের আলো কেবল বিষাদের প্রকাশ।
পবনের ধারা বয়ে যায় মনের অতি গহীনে,
বৃষ্টি নামে অঝোরে  থরথর দেহের বাগানে।