ফিরে আসার অজানা যত গল্প,
লিখেছি আমি খুবই অল্প।
আজ লিখছি তোমার রূপকল্প,
আছে আমার কলমের কালি অতি স্বল্প।
ইতিকথার পরেরকথা বাকি আছে নানা কথা,
তোমার জন্য লিখছি আমি কল্পরাজ্যের রূপকথা।


তুমি ফিরবে বলে চেয়ে থাকি দিগন্তের ওপারে,
তুমি আসবে বলে প্রহর গুণি সায়াহ্নের পরে।
তোমার অপেক্ষায় চেয়ে থাকি সুদীর্ঘ পথের শেষে,
তোমার জন্য গাঁথি মালা বরণ করার প্রয়াসে।
তুমি ফিরে এসো কচুপাতায় টলায়মান শিশির রূপে,
তুমি ফিরে এসো আকাশ থেকে ঝরে পড়া নক্ষত্র স্বরূপে।


বিদায় বলে যাওনি তুমি ফিরে আসার নিমিত্তে,
আসবে বলে নেওনি তুমি প্রিয়া হওয়াও সত্ত্বে।
পিছন ফিরে চাওনি তুমি মায়াভরা নয়নে,
হয়তো তুমি আটকে যাবে আয়তলোচনে।
এসো তুমি রিক্ত হস্তে বুকভরা ভালোবাসায়,
আগলে আমি রাখবো তোমায় মম আদর-মায়ায়।