মেঘের গর্জনে আর্তনাদ করে তোমার রাঙামুখ,
   অবিরত বারিধারা মুছে দেয় তব যত সুখ।
     তব আয়তলোচনে দেখি মম প্রতিচ্ছবি,
        ফোঁটা ফোঁটা বৃষ্টি ঢেকে দেয় রবি।
           চেয়ে দেখি আকাশের  রূপ,
              কালো মেঘের  স্বরূপ।
                 তব পদের শিঞ্জন
                    মম  অর্জন।


                     প্রেম প্রলয়
                  যত  রক্তিম হয়,
                সূর্যাস্ত তত দীর্ঘ হয়,
             ঘোর অন্ধকার ছেয়ে যায়।
         গোধূলি  তাকিয়ে দেখে শত বন্ধন,
      ঢেকে রাখে মোদের ছন্দপতনের  ক্রন্দন।
   উষার আলোকে সদা মোরা পথ খুঁজে বেড়াই,
চেয়ে দেখি যতদূর প্রেমসমাধির চিহ্ন খুঁজে পাই।