বাধার প্রাচীর ভেঙে আজ এনেছি বাংলা ভাষা,
রক্ত দিয়ে নাম লিখেছি শহীদদের ভালোবাসা। মায়ের কোলে শিশুর সুরে অবিরত মুক্তা ঝরে,
পাখির কাছে ফুলের ঘ্রাণে শত গল্প তার স্বরে।


ভাষার তরে জীবন দিয়ে গড়েছি নব ইতিহাস,
অনন্য মোরা ভুবন মাঝে পেয়েছি শ্বাসের প্রয়াস।
আঁখি মেলে তাকিয়ে দেখি নতুন বর্ণমালা,
রক্তের স্রোতে ভেসে আসা মণি-মুক্তার মালা।


গেঁথেছি আজ বিজয়মালা কৃষ্ণচূড়ার ফুলে,
শব্দের পর শব্দযোগে কবিতার কোলাহলে।
ঘুঘুরা আজ গুণগুণ গায় নব জীবনের সঙ্গীত,
রণাঙ্গনের বিজয়গাঁথা গাইছে যত আনন্দের গীত।


ভাষার মাসে স্মরি মোরা সূর্যমুখী ফুলে,
যাদের তরে মুখের ভাষা এত মধুর বলে।
আলোর ফোয়ারা জ্বলছে অবিরত ঝিকিমিকি চতুর্দিক,
আকাশপানে তাকিয়ে দেখি  তারকারাজি লক্ষাধিক।