বসন্তের পাতায় পাতায় পতনের ধ্বনি শোনা যায়,
কোকিলের কুহু কুহু সুরে অন্তরাত্মা বেরিয়ে যায়।
শহরের বাতাসে নিঃশ্বাস বন্ধ হয়ে বিষবাষ্প ছড়ায়,
অদম্য গতিতে ছুটে চলা যানবাহন মানবে বাধা পায়।


দূষিত বাতাসের প্রতিটি কণিকা কলুষিত অন্তরে জমে,
নিশ্চল জীবন বয়ে চলে থমকে যাওয়া ট্রাফিক জ্যামে।
জীব বলেই দেহ আছে, রক্ত মাংসের মানুষের নামে,
রোবটের মত চলছে যারা অবকাশহীন ধরাধামে।


প্রেম নেই, ভালোবাসা নেই, নেইকো মায়া-মমতা,
দয়া নেই, অনুভূতি নেই, নেইকো সুখ-সততা।
পাহাড়সম শূন্যতা আছে, লোকালয়ে নির্জনতা,
আভিজাত্য আর বিলাসিতা আছে, চার দেয়ালে পরাধীনতা।