নিভেছে আলো, জেগেছে ভুবন নব উদ্যমে
কালো রেখা পেরিয়ে প্রভাত হলো উষার সমাগমে।
চোখ খুলে দেখি চারিদিকে শুধু ঘোর অন্ধকার
আলোর ঝলক মিটিমিটি জ্বলে মম প্রাণের 'পর।


সুখের পিছনে চলি মোরা দুঃখ পিছু পিছু,
জীবনঘড়ি থমকে দাঁড়ায় বাকি নেই তো কিছু।
পাহাড়সম সম্পদ গড়ে আকাশপানে চলি,
সবার জন্য নয়তো আমি জীবন বাজি খেলি।


আজও দেখা যায় অট্টালিকার আকাশ ছোঁয়া ডানা,
জীবনহীন জীবেরা সেথায় হয়ে গেছে যে কানা।
কভু দেখে না তারা জীবনের স্রোত শহরের সাগরে,
সহায়হীন  আধো লাশ যারা শায়িত নিথর শরীরে।


শকুনেরা অবিরত ছিলে খাচ্ছে তাজা নরমাংস,
রক্তের সাগরে অবগাহন করে সভ্যতা ধ্বংস।
দিন আনে যারা দিন খায় তারা আমার ভাই,
তাদের জন্য সততার ফুলদানি যে আমি তাই।