আমিই রবীন্দ্রনাথ
পেটের জ্বালা ছিলনা তাই, হৃদয় ভরা জ্বালা।
অদ্ভুত গান যেন হৃদয় ভাষার ছবি।


আমি কাজি নজরুল
হাজার বছর নির্বাক তবু
বিদ্রহী রনকান্ত, তবু জাতীয় কবি।


আমিই আইনস্টাইন
আমিই আল-জাবর
আর আমিই নিউটন।


আমিই পলাশি
আমিই রেসকোর্স
আর আমিই পল্টন।


আমিই সিরাজুদ্দোলাহ
হৃদয় ভরা আবেগ
আর বার বার ভুল ।


আমিই মীর জাফর
হাজার বিশ্বাসঘাতকতা
তবু পাইনি কিছু একচুল।


আমিই জীবনানন্দ দাস
আমি আবার এসেছি ফিরে
হয়ে রকিবুল।


আমিই গোলাম মোস্তফা
আপন প্রভুকে ভুলে, হিরা ফেলে কাচ তুলে
করি বড় ভুল।


আমি বিশ্বের মাঝে
শতকোটি মানুষের ভীরে
এক জীবন্ত শবদেহ।


আমি তোমাদের সাথে বাচি
আমি তোমাদের মাঝে আছি
তবু আমায় চিনিলেনা কেহ।


আমিই সেই জন
যে জন পরম বিশ্বাসে
সৃষ্টার পদ গেছে চুমি


আমি
হাজার ভন্ডের মাঝে
এক অনুপম ভন্ডামি।


আমি মহামানুষ হতে
জীবন যৌবন শেষ করি
মানুষকে নিতে স্বর্গে।


আমি শয়তানের অনুচর হয়ে
চিন্তা চেতনা ধ্বংশ করি
হৃদয়কে পাঠাই মর্গে।


আমি আকাশ
আমি বাতাস
আমি নক্ষত্র ভুমি।


আমি
আমার কবিতা পান করা
তুমি।
       (সংক্ষেপিত)


মুহাম্মাদ রকিবুল ইসলাম
২০/০৮/২০০৭