তোমার রুপেই ঝলশে উঠি
তুমিই ছড়াও আলো।
তোমার পায়েই জড়িয়ে থাকে
বিপুল বিশাল কালো।


তোমার প্রেমে হাসতে শিখি
তোমার প্রেমেই ধন্য।
তোমারই ঘৃনায় অশ্রু ঝরে
হইযে ভিষন বন্য।


তোমার রূপে মুগ্ধ হয়ে
প্রেমের রাগে রাগি।
তোমারই রূপে আতকে উঠি
ভিষন বেগে ভাগি।


তুমি আমায় দুঃখ ভুলে
সুখি হতে বলো।
তুমিই আবার আপন মনে
দুখের দেশে চলো।


তুমি কেন বহুরুপি?
তুমি কেন অন্য?
কপালে ভাজ পড়লো আমার
শুধু তোমার জন্য।


তুমি আমায় কাছে ডাকো,
কত কথা হয়।
তুমিই আবার দুরে ঠেলো
করো ভিষন ভয়।


আজকে তুমি আমার ভয়ে
কোথায় দুরে ভাগো?
সব ভুলে যাও খোদার তরে
আপন রাগে রাগো।


১৬/১২/২০০৩