এক জৈষ্ঠের দিনে যমুনা তীরে
বসে ছিলাম জল ছুঁয়ে!


হঠাৎ করে জল ঘিরে পড়লো এক ছায়া চক্ষু জুড়ে
সে কি জলপরী না মনুষ্য তরুনী.?
ভেবে হয় জ্ঞান হারা।


আঁখি মেলে দেখি চেয়ে
যমুনার জলে তার দীঘল কালো কেশ উড়ে!


ঘোর লাগা মোহ ছেড়ে
শর্টান করে উঠে দাড়িয়ে,শিরঁদাড়া সোজা করে।


মুখ পানে চেয়ে দেখি
এ যেন  এক অপূর্ব অপ্সরী মানবী!
ভুল কর জলের ঘাঠে চলে এসেছে পরীর বেশে।


মায়াময় হরিণী তার আঁখি!সোনায় মোড়ানে দু আঁখির মনি!
এত মায়া মনুষ্য চোখে.?


দক্ষিনা বাতাস বয়ছে তীর জুড়ে
তার শরীরের নেশাকর ঘ্রান আমায় মাতাল
করে দিচ্ছে।


আর দিতে পারবো না তার রূপের বর্ণনা
এক কথায় এ যেন কোন কবিতার নারী,
লিখছেন কোন কবি!