অনেক সময় 'পরিস্থিতি এবং প্রেক্ষাপট',ফেলে আসা মধুর মুহূর্ত গুলোকে হাঙর হয়ে গিলে ফেলে!
সকল স্মৃতিকে ঝাপসা করে দেয়।
অন্ধকার আর অমানিশার সন্ধান দেয়।
হাতে রাখা জ্বলন্ত আলোক মশাল কে নিভিয়ে,
পথভ্রষ্ট করে দেয় রাত জাগা সকল স্বপ্ন কে।
দুরন্ত ছুটন্ত গতির লাফিয়ে চলা ঘোড়া কে ধীর গতির কচ্ছপ  বানিয়ে দেয়।
উড়ন্ত পায়রা কে বুকে ভর করে চলা সরীসৃপ প্রাণী বানিয়ে দেয়।
পরম যত্নে হৃদয়ের গভীর ভাবনায় শুধু দু:খ আর হতাশার আলপনা একে দেয়।


বিশ্বাস কে করে দেয় শিমুল তুলা হাওয়ার উড়ে
দিক-দিশা ছাড়া!
সম্মান কে কেড়ে নেয় পিশাচী মন্ত্র দিয়ে।
বানিয়ে দেয় হাসপাতালের বেডে শুয়ে থাকা মুমূর্ষু রুগী।
যে কোন সময় চলে যাবে হৃদ স্পন্দন থেমে গেলে।


একটি ছোট্ট ভুলই পারে জীবনের করুণ অধ্যায়ের
রচনা করতে!
যেখানে আছে ঘৃণা,হতাশা আর এক দল অবজ্ঞা!
ব্যর্থতার গ্লানি,বিষাদের অস্তিত্বের বিষাক্ত স্তূপ!
আকন্ঠ নিমজ্জিত জনসমুদ্রের মাঝেও একাকী অন্তর।


একটি ছোট্ট ছিদ্র দাপটের সঙ্গে সমুদ্রের জলে
বুক ফুলিয়ে ছুটে চলা জাহাজ কে ডুবিয়ে
দেওয়ার সক্ষমতা রাখে!
তাই অন্ধের মত যে বিশ্বাস করে,
রাতকে যে দিন বলে!
তার অন্তরে ফাটল ধরাতে নেই....!
তাহলে শেষ পরিনতী জাহাজের মত হতে পারে।


কারও বিশ্বাসে আঘাত লাগতে দিতে নেই।
যদিও সে হয় আপনার শত্রু!
বিশ্বাস নিতান্তই একটি ওজন বিহীন মাত্রা যুক্ত
ছোট্ট শব্দ হতে পারে..!
কিন্তু এর রয়ছে প্রচুর গভীরতা!
ভাবতে গেলে প্রয়োজন মাত্র কয়েক মিনিট!
বুঝতে কয়েক দিন...!
প্রমাণ করতে এক জীবন ও যতেষ্ঠ সময় নয়!