আমি কোন গোছানো প্রেম চাই না
যে প্রেমে নিয়ম করে দেখা হবে!
কেক কেটে বিশেষ বিশেষ দিন উদ্‌যাপন হবে!
বক্ষ মাঝে প্রেয়সীর নাম লেখা থাকবে!
যুগলদের মত প্রভাত থেকে রাত্রি পর্যন্ত ফোন কলে
কথায় বিভোর থাকতে হবে!
ফুল দিয়ে লাভ বানিয়ে তাঁর মাঝে দাঁড়িয়ে
ছবি করতে হবে!
তার চেয়ে বেশি ভালোবাসা জমা আমার
হৃদয় মাঝে!
আমি চাই এমন একটা তুমি যে আমার সকল
অনুভূতিতে মিশে থাকবে!


আমি প্রেমে মিলন চাই না.মিলনে সুখের সংসার চাই না
আমি চাই সন্ধায় সমুদ্র সৈকতে তোমার হাত ধরে
অনেক'টা দূর হাঁটতে!
সমুদ্র হাওয়ায় শূন্যে ভাসা তোমার খোলা চুল দেখতে!
ঢেউয়ে ভিজে যাওয়া বালিতে তোমার ছবি আঁকতে!
পার্কের বেঞ্চে বসে তোমার কাঁধে মাথা রাখতে!
রিকশায় চড়ে শহরতলী যেতে!
প্রিমিয়ামে টিকেট কেটে একটি সুন্দর সিনেমা দেখতে!


আমি সর্বদা মনের মাঝে এমন একটা তুমি'কে
লালন-পালন করি!
যার শেষ বেলায় যাওয়ার মুহূর্তের আড়চোখের
একটি চাহনি সারা দিনের পূর্ণতা এনে দেবে!
যার একটি ছোট্ট টেক্স
"আমি ঠিক মত বাসায় পৌঁছেছি"
আমার দু'চোখে শান্তির ঘুম ডেকে আনবে!


আমি চাই এমন একটা তুমি
যার কপালের বাঁকা লাল টিপ'টি মাঝ বরাবর
বসিয়ে দেব..
বিনিময়ে বাঁকা ঠোঁটের এক চিলতে হাসি পাবো!


আমি চাই তোমার অভিমানে রাঙা ধারালো
মুখটি দেখতে!
যখন ঠিক সন্ধা নামার আগ মুহূর্ত পর্যন্ত
খোপায় বেলীর মালা বেঁধে আমার জন্য দাঁড়িয়ে থাকবে!


আমি চাই একটি স্বচ্ছ জলের নদী
যে নদী আমার হালকা সর্দি কাশিতে তোমার
লোচন বেয়ে চলবে!


আমি চাই এমন একটা তুমি
যার বিরহের নিশীথে-
আমার দু'চোখের ঘুম নির্মম ভাবে জ্বিব বের করে সিলিংয়ে ঝুলবে!
যুদ্ধের মৃত সৈনিকদের মত আমার চারিপাশে
সিগারেটের খালি প্যাকেট হাত-পা ছেরে
নি:স্ব হয়ে পরে থাকবে!
ছড়ানো ছিটানো প্রতিটি ফিল্টার এক একটি
রঙিন স্মৃতির সাক্ষী দেবে!
বিষাক্ত নিকোটিনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া
এ্যাসটের মাঝে  আমার ফুসফুস চিৎকার করবে!


আমি এখনও এমন কারো অপেক্ষায় যার জন্য
হৃদয় জুড়ে থাকবে কারবালার পিপাসা!
যাকে ঘিরে পিঁপড়ার দলের মত ছুটে চলবে স্বপ্নরা!