তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি
ভালোবেসে ফেলি।
তোমাকে ছাড়তে গেলে ক্রমশই কাছে চলে আসি।
তোমার মায়া সুনীল আকাশে চেয়ে বিশাল
আমি অতিক্রম করার চেষ্টা করি।
ছুটতেই থাকি,ছুটতেই থাকি যেন রেসিং হর্স!
জয়ী হতেই হবে-
তাহলে পাবো চির মুক্তি।


এক সময় আর এগোতে পারি না
অথচ সামনে বিশাল যাত্রা,'পা' মায়ার শেকলে বাঁধা!
এভাবে তুমি আমায় বেঁধে ফেলো,
টেনে হেঁচড়ে কাছে নিয়ে আসো যদি দূরে যেতে চাই।


আমি ডুব দিতে চাই,তুমি তুলে আনো
আমি পালাতে চাই,
তুমি কারাগারে বন্দী করো!
আমি ঘুমোতে চাই,
তুমি স্মৃতির নেকড়ে আমার পেছন লেলিয়ে দেও!


কাছে আসো,সম্মুখে দাঁড়াও
তোমার ভালোবাসার স্পর্শে ক্ষত-বিক্ষত শরীরে
সজীবতা এনে দেও।
আরো কাছে আসো,আলিঙ্গন করো-
আমার ঠোঁটে তোমার উষ্ণ ঠোঁট গুঁজে দাও।


মিলনের গভীর ম্যাপ ধরে আমরা হারিয়ে যাই
বনে-জঙ্গলে,সমুদ্রে গগনে!
এই প্রাচীর ঘেরা পৃথিবীর বাহিরে! ভিন গ্রহে।
এলার্মে ঘুম ভাঙে!
বিষন্ন সুন্দর স্বপ্ন আমার চোখে জল আনে।


আমার কী আর তোমায় ছাড়ার সাধ্য আছে.?
সকল জায়গায় প্রহরী রেখে-
তুমি ঘুমিয়ে আছো অন্য কারো বুকে!!