দুটি মানুষ হুট করে বন্ধন ছিঁড়ে দু'পাড়ে
মধ্যিখানে সাঁকো নামের অভিমান।
সব কথা ঘুমিয়েছে-
নীরবতায় আচ্ছন্ন হতে হতে অবশেষে,
এক চোখে দেখা দুটি মানুষের স্বপ্নে মরীচিকা ধরে।


দৃশ্যপট বদলে গেছে,
জ্যোৎস্না আঁধারে বাসা বেঁধেছে।
গোধূলির বিকেল,বৃষ্টির সকাল
বুকের গন্ধ,ঘাস,নদী বসন্ত
সবই বিষন্ন!
এভাবে চলতে থাকে..
নির্জন নদীর তীরে ভালোবাসা ফুঁপিয়ে কাঁদে।
জেগে থাকা জীবন অনুভব করে-
নি:শ্বাসে গভীর তাপ।
প্রেম মায়া মমতার মাঝে ধূম্র জাল।


চলে স্নায়ু যুদ্ধ,দুজনের মাঝে অসহায়ত্ব
অগাধ সংশয়ে,ধন্ধে-দম বন্ধ!
তবুও নির্লজ্জ হয়ে,কেউ আসে না ফিরে।
অবশেষে একদিন দু'জনে বুঝতে পারে-
প্রেম হতে মায়া'টুকু লোপ পেয়েছে।