থাকুক না ঐ আকাশ ভরা তারার মেলা
আমার ঘরেই তো আছে তুমি নামক জ্যোৎস্না!

হোক না বাহিরে ঝড় বন্যা
আমার তো আছেই আশ্রয় স্থল তোমার মনটা!

ফুটুক না রাশি রাশি ফুল  নার্সারিতে
ফুলের সুরভি তো আমার ঘরে!

গাক না কোকিল গান এক বসন্তে
আমার বাসন্তি তো ভাই বার মাস'ই গান করে!

ফুলে ফুলে মধু আহড়ন করুক না মৌমাছি  
মধু মাখা এ রূপসী কন্যা তো আমারি!

আসুক না গায়ে জ্বর খানিক
তোমার চুমো'টাই না হয় হলো মেডিসিন!

থাকো তোমরা অট্টালিকায়
আমরা সুখেই আছি ছোট্ট সুন্দর কুঁড়ে ঘর'টায়!!