কত জনই এলো গেল
বিষাদ রাঙা ভোরে!
ডাকছি আমি তোরে
ভীষণ অন্ধকারে।


তুই ছিলি পোষা পাখি
বন্দী খাঁচার বাহিরে!
তাই নতুন সঙ্গী পেয়ে উড়াল দিলি আকাশে।


সে দিন ধূসর মেঘলা আকাশ দেখে
বুঝে নিয়েছি-
প্রেম ছিলো না তোর মনে।
অন্যের বুকে নোঙর ফেললি,
তবুও রক্ত ক্ষরণ হয় আমার হৃদে।


পিছু ফিরে দেখিস নি চেয়ে
কেমন আছি একলা ঘরে!
এতো'টাই কী অপছন্দের ছিলাম তবে..?


আজও রাত্রি যখন নামে
মনে হয় একটা কিছু নেই বুকের মাঝে!
যা ছিলো আমার শত জনমের।
বুকের পাঁজর ভারি হয়,
সত্য জাগলে মনে।
যা ঘটেছে আমার সাথে শেষ বেলাতে।