বিজয় তুমি ১৬ই ডিসেম্বর
                অপার এক বিষ্ময়।
বিজয় তুমি অমূল্য রতন,লাখো শহীদের রক্ত
                    বিসর্জন।
  বিজয় তুমি সন্তান হারা মায়ের চোখের পানি
বিজয় তুমি বোনের ইজ্জত,বাবার অসহায় করুণ
                        দৃষ্টি।


        বিজয় তুমি দীর্ঘ নয় মাসের
                 রক্তক্ষয়ী যুদ্ধ।
বিজয় তুমি একাত্তরের সকল সন্তানের স্বপ্ন।


বিজয় তুমি স্বাধীন বাংলার সরষে ফুলের ঘ্রাণ
   বিজয় তুমি উত্তাল সমুদ্রের গর্জে উঠা সেই
                আঙুলের অর্জন।
  বিজয় তুমি পূর্ব দিগন্তের সোনালি রঙা সূর্যি
বিজয় তুমি ফসলের মাঠে কৃষকের মুখের হাসি।


বিজয় তুমি দৈব উপহার,তাই তোমার অধরে
                  সদা চুম্বন।
                     তুমি!
         অবিসংবাদিত কবির নিস্বন।
          নজরুলের অবিনাশী গান।
          কাঙ্ক্ষিত মুক্তির  পয়গাম।
তোমার গল্প শুনলে চোখে ভাসে শত শত শব
তাই শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি,যারা দিয়ে গেছে
                       প্রাণ।
              
উৎসর্গ:আমার বীর মুক্তিযোদ্ধা প্রিয় দাদা কে।