পড়শি তোমার কি মনে পরে সেই রাত্রির কথা
যে রাত্রিতে আমার থেকে বিদায় নিয়েছিলে,
করে দিয়ে গিয়েছিলে নির্দয়ভাবে ভাবে একা
পড়শি তোমার কি মনে পরে সেই রাত্রির কথা।


জানো পড়শি --
যেদিন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে
সেই রাত্রির কথা মনে হলে,
দুচোখ ভরে যায় জলে
মনে হয় জীবন যেন থমকে যায়।


সেই রাত্রি টি ছিল  বড় 'ই বিষাদময়
কারণ ছোট এ মনে কি আর এতো কষ্ট সয়
হারানোর কষ্ট সয়ে কি কেউ বেঁচে রয়।


সেই রাত্রিতে কাঁদতে এতটা কষ্ট হয়েছিল
এই বুঝি প্রাণ পাখি উড়ে গেল,
বুকটা চিনচিন করে ব্যাথা করছিলো
তখন বুঝি মরণ 'ই  ছিল ভালো।


জানো পড়শি ---
সে রাত্রিতে শ্বাস নিতে এতটা কষ্ট হয়েছিল
যেন পৃথিবীটা বায়ুশূন্য হয়ে গেছে।
আর মনে হয়েছিল,
হৃদপিণ্ডের প্রকোষ্ঠ বুঝি আলাদা হয়ে গেছে
বুকের ভিতর রক্তের অঝর ধারা বয়ছে।


সেই রাত্রিতে নিজেকে এতটা অসহায় মনে হয়েছিল
যেন হাজারো তারার ভীড়ে আমি একা চাঁদ।
সেদিন আমার কষ্ট  বুঝার মতো পাশে কেউ ছিল না
মনে হয়েছিল,
এই পৃথিবীতে আমি ফেলনা একটি খেলনা।
মনে হয়েছিল,
তুমি ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাই বেকার।


জানো পড়শি ---
সেই রাত্রিতে মনে হয় চোখের সব জল শুকিয়ে গেছে
তাইতো এখন আর শতচেষ্টা করেও
তোমার কথা ভেবে কাঁদতে পারি না।
জানো --সেই রাত্রিতে মনে হয়েছিল,  
বিষন্নতার আকাশ বুঝি আমার উপর পড়েছে,
তোমাকে হারানোর কষ্ট আমাকে আকরে ধরেছে।
হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়েছি
যেন জীবনের কাছে আমি হেরে গিয়েছি।