সুখ তুমি কতো নিষ্ঠুর
দাও না আমায় ধরা
কিন্তু, তুমি কি জানো!
তোমার জন্য পাগল এই ধারা।


তুমি কতো নিষ্ঠুর দাও না ধরা
আর কষ্ট সে তো মূহুর্তের জন্যেও ---
থাকতে চায় না আমাকে ছাড়া
ও সুখ তুমি দাও নি কেন ধরা
কষ্ট যে করে দিল আমার জীবনকে পাগল পাড়া।


এই কষ্ট সইতে না পেরে
শীঘ্রই হয়তো যাবো মারা
তখন যদি সেই মানুষটি ডাকে আমায়,
তবুও দিতে পারবো না সাড়া
কারণ আমি তখন হয়েছি দুনিয়া ছাড়া।