এ কাহার ঘুংড়ু ধ্বনি;
ঘৃণ্য হে তাহার চরণো ধ্বনি।
এ যে তাহার শব্দ শুনি !
হা হা, এ যেন;
ঘৃণ্য কোন তিক্ত ধ্বনি।
নৃত্যে তাহার লোচন মনি :
যেন হীন কোন ঘৃণ্য বাণী ।
তালে বেতাল তাহার তনুর চলন;
ওহে তাহা যেন, অধর্ম কোন ঘৃণ্য গড়ন !
বচন, লোচন ও তাহার চলন;
ঘৃণ্য ঘৃণ্য ঘৃণ্য তাহার সখের সৃজন ।