আমি দেখি গো তোমায়,
এই বুঝি দেখবে আমায়!
তাই লুকিয়ে দেখি গো তোমায়।


কত শত ভয় হয়,
তুমি ছাড়া মিছে এ জগৎ হায়!
বার বার, তাই লুকিয়ে দেখি গো তোমায়।


মনে মনে কত বার আঁকি গো তোমায়,
পাছে যদি সব মিছে হয়!
ওগো, তাই তো লুকিয়ে লুকিয়ে দেখি গো তোমায়।


হাজারো শব্দ বাক্যহীন ঝড়ে যায়,
যদি শব্দে তোমাতে প্রাণ না পায়!
তাই ভয়ে শুধু লুকিয়ে দেখি গো তোমায়।


ফুল গুলোকে কত কথা বলা হয়,
ভয় হয় তাতে যদি তোমাতে স্পর্শ না হয়!
ক্ষণে ক্ষণে তাই তো লুকিয়ে দেখি গো তোমায়।


ভেবে ভেবে কত জ্যোৎস্না রাত হারিয়ে যায়,
যদি তোমাতে সঙ্গ না চায়!
তাই তো আমি লুকিয়ে দেখি গো তোমায়।