মা, মাগো! ওরা আমার রক্ত করিছে চুরি!
দুঃখের দুয়ারে হায়! এ কোন আহাজারি?
দু-বেলা খাবো বলে মা; জানো? কতইনা ছলচাতুরী।


মা, ও মা, মাগো! তুমি শুনিতে কি পাও?
ওরা আমার রক্ত করিছে চুরি!
তোমারও আঁচলেতে মাগো রাখিছিলে মোরে;
পাষাণেরও মারি ছুরি।
হায়! মাগো! পাষাণেরো দল আসিছে ফিরি;
মারিবে মোরে, চলিছে পিড়া পিড়ি।


মা, মাগো! এবার আসোগো ফিরি;
ওরা আমার রক্ত আবার করিবে চুরি!
খঞ্জর আনিবে, পিঞ্জরে হানিবে, বিশ্ব করিবে ভারি।
মুক্ত করিবে মাগো, আমারও রক্ত করিবে ছাড়ি।


মাগো, এবার আসোগো ফিরি।