মনটা আমার রঙিন পাখি
বিবেক টা ভাই সাদা,
উড়তে চাইলে বিবেক বলে
নেইকো তোমার ডানা।


মনের ইচ্ছে উড়ে বেড়াই
প্রজাপতি হয়ে,
বিবেক বলে মানুষ তুই
প্রজাপতি নহে।


মনের ইচ্ছে দিবে পাড়ি
সাত সাগর তের নদী,
বিবেক বলে এটা ভূল
হাঙ্গর তিমির ক্ষুধা প্রচুর।


মনের ইচ্ছে আকাশ ছুঁয়ে
ভাসবো মেঘের ভেলায়,
বিবেক বলে অসম্ভব তা
সূর্যের ক্রোধে পড়বে মারা।


মনের ডাকেও দেই সারা
বিবেকের ফাঁদে পড়ি ধরা,
দুইয়ের স্বপ্নই রইল অধরা
তাইতো জীবন ছন্নছাড়া।