কত সুন্দর এই ভূবন
গাছ ভরা ফুল ফল
নদীর ভরা মাছ জল।


পাহাড়ের বুক চিরে নামে
অবিরত অপরূপ ঝর্ণা
মানব শুন্য বনে যেন
মায়াবি হরিণী রাজকন্যা।


খুটি বিহীন নিল আকাশে
দিবা রাত্রি সারা বেলা,
বিরতিহীন ভেসে চলে
সাদা কালো মেঘের ভেলা।


অমাবস্যার অন্ধকার নিশীতে
অবস্থান অজানা নয়নে,
বিপরীতে চন্দ্র মুচকি হেসে
জ্যোৎস্না ছড়ায় ভালোবেসে।