আসলে শত দুঃখ কষ্ট
হবনা কখনো অসন্তুষ্ট,
মোকাবেলা করবো হেসে
শান্ত চেষ্ট মন দিয়ে।


ন্যায় শক্তি প্রয়োগ করে
বুকে ধৈর্যের পাথর বেঁধে
লড়ে যাব জয়ের লক্ষ্যে,
যতক্ষণ না আসবে জয়
ততক্ষণ থাকব অক্ষয়।


আসলে জোয়ার ভেসে যাব
দুঃখের সাগরে হাবুডুবু খাবো,
ধৈর্য ও সৎ সাহসে বাঁধবো বুক
একদিন ফিরে আসবেই সুখ।


বাহুবল নয় মনোবল হাতিয়ার
তবে ভয় কিসের আর,
জয় তো গাঁথা হৃদয় আমার।


যুগের পর যুগ যাবে চলে
মাথা নোয়াবোনা কষ্টের কাছে,
দুঃখ কষ্ট করবো জয় আমি অভয়
এটাই হতে হবে জীবনের প্রত্যয়।