আপনের চেয়েও আপন যিনি
তারে নাহি চিনি আমি,
পরকে আপন ভেবে
অযথা কাছে শুধু টানি।


যিনি করেছেন সৃষ্টি
পরম যন্তে করেন লালন পালন,
তাকে দূরে ঠেলে
কার পেছনে ছুটে অবুঝ মন।
খাদ্য বস্ত্র অন্ন্য বাসস্থান
তার অবাধ্য হলেও,
খুশি মনে তিনি করেন দান।


ভেবে দেখিনা এক বার
কার দয়ায় পাই আহার,
কার ইশারায় ফোটে সুন্দর ফুল
কার ইচ্ছায় নদী ভাঙে ঘরে কূল।


শত কুটি অন্যায় মোর যার তরে
আমার এক কদমে সে
দশ কদম আসে ভালোবেসে
কাছে টেনে নেয় ক্ষমা করে।


তিনি এতোটাই আপন
আরশে আজিমে বসে ও
মোর প্রতিটি নিশ্বাসের রাখেন খবর,
তাকে ফেলে কাকে ভাবি আপন?


যিনি ভালোবেসে নিজ হাতে সৃষ্টি করে
ঘোষণা দিলেন শ্রেষ্ঠ জীব মোরে,
তার ভালবাসা কে তুচ্ছ করে
কার ভালবাসা খুঁজে ফিরি ত্রিভুবনে।