দুহাত প্রসারিত করে হৃদয় দুয়ার খুলে
দাঁড়িয়ে ছিলাম সেদিন আসনি তুমি,
বরণের সকল প্রস্তুতি ছিল মোর মনে
আগমনের প্রতিচ্ছবি ছিল চক্ষু যুগলে।


গোধূলি সন্ধ্যা মধ্য রজনী হতাশ করেনি
স্বতঃস্ফূর্ত চিত্তে বিশ্বাস ছিল মনেপ্রাণে,
রাত্রির শেষ প্রহর শুকতারার আগমন
বৃথা সব আয়োজন নিস্তেজ হলো মন।


শত শত মাইল হেঁটেছি তোমার খোঁজে
বিনা জাহাজে পাড়ি দিয়েছি উত্তাল সাগর,
পাহাড় পর্বত গ্রাম শহর কোথাও নেই বাকি
এত চেষ্টার পরেও ভাবিনি দিয়েছো ফাঁকি।


বিশ্বাস ভালবাসা সম্মান ছিল মনে প্রাণে
বিশ্বাসঘাতকতা প্রতারণা পেয়েছি বিনিময়ে,
মনের ঠিকানা আমি দেইনি তোমাকে
নিজেই তুমি নিয়েছিলে খুঁজে।


হৃদয়ের দরজা বন্ধ এখন লোহার প্রাচীরে
বিনয়ী হস্তযুগল আজ অস্ত্র তোমার বিরুদ্ধে,
তোমার প্রতিচ্ছবির নয়ন জ্বলছে অনলে
তুমি দোষী সাব্যস্ত ভালোবাসা আদালতে।