যদি চায় গো তোমার মনে
তবে এসো শ্রাবণের দিনে,
ক্লান্ত শরীর জুড়িয়ে দিবে
মেঘ মাখা শীতল বাতাসে।


তোমার আগমনে ঐ আকাশে
আলো ছায়া খেলা করবে হেসে,
যদি চায় গো তোমার মনে
তবে এসো কোন শ্রাবণের দিনে।


আনন্দে ফুটবে কেয়া কামিনী
নৃত্য করবে শাপল মিনজিরি,
আকাশে উঠবে রংধনু হেসে
কৃষ্ণচূড়া যাবে লাল রঙে মিশে।


যদি হয় গো তোমার সন্ধ্যা
তবে জোনাকিরা খুঁজে দেবে পন্থা,
বিজলিরা দিবে তোমায় আলো
ঝিঁঝিঁ পোকা দেখাবে  রাস্তা।


যদি না থাকি উপস্থিত গৃহে
তবু আনন্দ অশ্রু ঝরবে অঝোরে,
ভিজিয়ে দেবে তোমার গাঁ বৃষ্টি রূপে।
যদি চায় গো তোমার মনে
তবে এসো কোন শ্রাবণের দিন।