ধৈর্যের মাস রমজান শেষে
ঈদের চাঁদ দুলে আকাশে,
বাতাসে বইছে খুশির ঝর্নাধারা
ঈদের আনন্দে মন মাতোয়ারা।


হাসি আনন্দ আর গল্প করে
চাঁদ রাত্রি কাটাবো সকলে,
ঘুম কে দিয়ে ছুটি
নিদ্রাহীন কাটাবো এই রজনী।


খুশির জোয়ার বয়েছে চারদিকে
মেহেদী পড়ে দুই হাতে,
নতুন পোষাক পড়ে সাজবে
ছোট বড় মুসলমান সকলে।


ধনী গরিব ভেদাভেদ ভুলে
জমায়েত হবো ঈদের মাঠে
নামাজ পরবো এক সাথে
বুক মিলাবো সবাই সবার সাথে।