ক্ষণে ক্ষণে মনে পড়ে
প্রিয়তমা তোমায়,
প্রতিনিয়ত বলি কথা
হৃদয়ের ভাষায়।


মুক্ত আকাশের উদিত চন্দ্রে
তোমার মুখ খানি ভাসে নয়নে,
মিটি মিটি তাঁরার বাতিতে
নিশি কাটে তোমায় দেখে।


দখিনা হাওয়ার ধ্বনিতে
তোমার কণ্ঠস্বর বাজে কানে,
উত্তপ্ত হৃদয় জুড়িয়ে
আলিঙ্গনের সুখ পাই অনুভবে।


গোলাপের পাপড়িতে
খোলা চুলের ঘ্রাণ,
কাটার মাঝে খুঁজে পাই
তোমার লুকানো অভিমান।


চোখের আড়াল হয়ে আছো
হয়তো বহুদূরে,
ভালোবাসার বিনিসুতোয়
রেখেছি বেঁধে আমার বাহুডোরে।