কোথায় এসেছি ভাই
ভেবে না পাই,
চারিদিকে মানুষ রুপি
অমানুষ দেখতে পাই।


করলে কাউকে বিশ্বাস
গলায় সে পড়াবে ফাঁস,
দেখে নাই বুঝার উপায়
ভিতরে আছে পশু লুকায়।


মাথায় টুপি মুখে দাড়ি
মধুর সুরে ছাড়েন বাণী,
দেখতে বড় বুজুর্গ ব্যক্তি
সেই করে সর্বোচ্চ অনিষ্টি।


সমাজের সম্মানি জ্ঞানী
জ্ঞান দানে রয়েছে সুনাম,
বহু নিরীহ নারী তার হাতে
বার বার ধর্ষণের শিকার।


তিনি মস্তবড় বিচার পতি
বিচার কিন্তু করেন ঠিকি,
তবে অর্থ করি পেলে হাতে
দোষী ব্যক্তিকে নির্দোষ করে।


অমানুষ গুলি অতি বেশি
হক কথা বল্লে ঘটবে দুর্গতি,
প্রকৃত মানুষ আছেন যারা
বহুকষ্টে করেন ইজ্জত রক্ষা।