নব চাঁদে আকাশ রঙিন
খুশিতে রঙিন মন,
বছর ঘুরে নতুন করে
ঘটেছে ঈদের আগমন।


বাতাসে বইছে আনন্দের বার্তা
পাখি গাইছে মধুর সুরে গান,
গাছপালা হেলে দুলে
নৃত্য করছে অবিরাম।


খানিক আগে যার অন্তরে
বয়েছিলো কষ্টের ঝড়,
চাঁদ দেখে মলিন মুখটা
খুশিতে করছে ঝলমল।


হতদরিদ্র পিতার সন্তান
দিন কাটে থেকে অনাহার,
হয়তোবা নেই ঈদের জামা
তবুও সে আনন্দে আত্মহারা।


এই আনন্দকে পূর্ণতা দিতে
সহযোগিতা হবে করতে,
যাকাত ফিতরা দিয়ে সবাই
গরিবের হক করবো আদায়।