দুঃখ সে তো‌ পূর্ব পরিচিত
শৈশব থেকে জীবন সাথী,
যৌবন ও প্রায় চলে যায়
তবু পিছু ছাড়ে না হতচ্ছাড়ায়।


এক সাগর নোনা জল ছিল
আমার দুই চোখের কোণে,
এক বিন্দু ও অবশিষ্ট নেই
শুকিয়েছে দুঃখ ভালোবেসে।


বসন্তের বাতাসে বহে সুঘ্রাণ
সে ঋতু অধরা জীবনে আমার,
রংধনুর সাত রং বলে সকলে
দেখি ধূসর আমি দুই নয়নে।


কোমলমতি হৃদয় খানি
পাথরের প্রাচীরে ঘেরা,
দুঃখ বীণা অন্য কিছুর স্পর্শ
যেন সেথায় বিধাতার মানা।


যত খুশি দিতে পারো তুমি
হাসিমুখে নিতে রাজি আমি,
দুঃখ আমার জীবন সাথী
দুঃখকে তাই বড্ড ভালোবাসি।