যে আশাতে প্রাণ দিলেন
তিরিশ লক্ষ বীর,
সেই আশা কি পূরণ করতে
পেরেছি কোনদিন।
যেই পথে হাঁটছি আমরা
এতে কি খুশি শহীদদের আত্মা?


ঢাক ঢোল পিটিয়ে প্রতি বছর
উদযাপন করি স্বাধীনতা দিবস,
ঐ একটি দিন ব্যতীত
মনে পড়ে কি তাদেরকে কখনো?


বীরাঙ্গনা দুই লক্ষ নারী
কে দিয়েছিলেন তাদের বিয়ে-শাদী,
কোথায় তারা কেমন আছে
জীবিত নাকি মারা গেছে?


হাসিমুখে হাত-পা হারিয়ে
পঙ্গুত্ববরণ করেছেন যে,
কোথায় আছে কিভাবে সে
পরিবার নিয়ে দিন কাটাচ্ছে?


যে নারী হারিয়ে তার প্রাণপ্রিয় স্বামী
জড়ালো গায়ে বিধবার শাড়ি,
কোথায় তার বসত বাড়ি
কিভাবে কাটছে দিন রজনী?


যাদের কল্যাণ পেলাম মানচিত্র
তাদের পরিবারের কেন করুন চিত্র?
গর্ব করি পতাকা নিয়ে নির্লজ্জ তাই
চোখে‌ দেখিনা রক্ত লাল বৃত্তটাকে।