শীতল হাওয়ায় উষ্ণ হৃদয়
সতেজতা ফিরে পায়
আনমনা হয়ে যায় মন,
কেবলই একাকীত্ব জীবন
খুঁজে বেড়ায়  প্রিয়জন।


রিমিঝিমি নুপুরের সুর
অবিরাম বাজে কানে,
কদম কেয়া হাসনাহেনা
দুলে তালে তালে।


স্রোতের বিপরীতে জলরাশি
ছুটে যায় ভাটির দিকে,
উজানে বর্ষিত বৃষ্টি বেলি ফুল
ফোটায় যেন নদীর বুকে।


ধুয়েমুছে গাছপালা
ফিরে পায় নতুন প্রাণ,
যখন বর্ষিত হয় বৃষ্টি অবিরাম
পুকুরে ব্যাঙ গায়ে সুরে সুরে গান।


মৃদু জোৎসনা নীরব প্রকৃতি
বৃষ্টি ভেজা শীতল রাতে,
প্রকৃতির অপরূপ দৃশ্য মাঝে
হারিয়ে যায় মন নিরুদ্দেশ হয়ে।