ছেড়ে আসা পথ থেকে স্মৃতি গুলো ফিরে আসে,
যন্ত্রণা আসে বাতাসের গায়ে, তোমাদের ছায়া দুচোখে ভাসে।


ভেতরের জ্বালা দেখানো যায় না, দেয়া হয় না হৃদয়ের ভার।
নিজের ভাবনা বলা হয় না, কাউকে জানিয়ে বা লাভ কি আর।


একা থাকলে অহেতুক ভয়, সকলের ভীড়ে আমি যেন পর।
অথচ আমি তোমাদের কেউ, যত্নহীন কপালে ১০৮ ডিগ্রি জ্বর।