সবার জন্য বেঁচে থাকতে হয়,
না হয় বাঁচার ইচ্ছে মরে গেছে।


এই যে পরিবার আর দায়িত্ব,
আমার মনের সাহিত্য।


দিনের সময় আমার জন্য না,
চিন্তার রেখা টানে একাকিত্বের সীমানা।


একলা হতেই কেমন জানি কষ্টের মত ভয়,
আমার প্রশ্নরা আমাকে হারায় কতকিছু আরো কয়।


সব স্বান্তনা মন থেকে নিয়ে, রাস্তার পাশে বসি।
সামনের মাসের খরচের হিসাব মনে মনে খুব কষি।


বড়দের কাঁধে সময়ের ভার, অনিয়ম করা যায় না।
আবদার যদি মিটে যায়, তবে বাড়ি ফেরার বায়না।


আয়নায় দেখি আমার সকাল, বিকাল দেখি লাইটে।
বাঁচলে আবার ফিরতেও পারি, কোন ২৮ তারিখের ফ্লাইটে।