আমাদের যখন দেখা হয়েছিল, খুব সাদাসিধে কিছু আলাপনের মাঝে কি মুগ্ধ চাহনি।
একটা ফুলও না, অথবা কোন স্পর্শের ভুলও না।
শুধু দূরত্ব মেপে কথপোকথন, আর মুগ্ধতা।
আমার কথায় তোমার নজর ছিল, তোমার মনোযোগে ছিলাম আমি।
ভাবনারাও নোংরা হয়নি এক সেকেন্ডের জন্য।
এই যে পাশে বসে ছিলে, সেই সময়কালে এটাই তো অনেক বেশি সাহসের।
ঐসব কে কি ভালবাসা বলা যায়?
নাকি এই যুগের কথার প্রথা বিলুপ্ত করা নোংরামি টাই ভালবাসা?