আমার আফসোস আমি কেন সে নই।
আমি সে হইলেই যেন পেতাম সব সুখ,
পথে পথে লোকে আমায় খুঁজিত- চিনিতো,
ভাবতেই গর্বে ফুলে উঠে বুক।
না আমি তো আসলে সে নই,
আমার আফসোস আমি কেন সে নই।
আমি সে হইলেই তো পত্রিকা থেকে দূরদর্শনে থাকতো তাদের চোখ,
আমার আবিষ্কারে উচ্ছ্বাসিত হত, মরলে করিতো শোক।
মুঠোফোনের সার্চ বারে নামটা আমার লিখে,
আমায় নিয়ে সব স্মৃতি বলতো তার স্বামীকে।
না আমি তো আসলে সে নই,
আমার আফসোস আমি কেন সে নই।
আমি সে হইলে আত্মীয়জন আমার নামই বলতো,
এই অপারগ, হবে না তোকে দিয়ে
উল্টো চাপে গলতো।
ভুলিতো না কেউ উপকার শেষে,
অথবা থাকলে দূর কোন দেশে।
রাখিতো মনে শুধাইত, এই তো আমার সই,
আমার আফসোস আমি কেন সে নই।
ভাই বলিয়া গর্ব করতো আমার পাড়াতো বোন,
বিলবোর্ড থেকে নামাইয়া আনিত,
বলতো সে আমার আপনজন।
আরো বলতো, কষ্টে যায়নি নিকোটিনে সে
কহিত সব আমার পাণে।
অনেক ব্যথা নিরবে সয়েছে,
বলেছে আমায় আর কেউ না জানে।
এমন হবে কেন? আমি তো আসলে সে নই,
আমার আফসোস আমি কেন সে নই।
আমি হইতাম যদি সে
বিপদে ফেলা স্বার্থপরজন,
বলতো করেছি বড্ড ভুল।
এসব কি মানায় তোর সাথে,
এই নে গোলাপ ফুল।
কহিতো আরো, ভুলে যাও সব
যেখানে পেয়েছ ব্যথা।
এমন হবে না জানি কখনো,
এসব কেবল কবিতার চলে ভেবে নিও কথার কথা।
কারণ আমি তো আসলে সে নই,
আমার আফসোস আমি কেন সে নই।