নিজের প্রেমে আমি বারেবার,
আসলে যে আমি কার?
আমি আমার না হলে,
আমার হওয়া দরকার।
চোখের সামনে আমার বিশ্বাস,
আমার জন্যই আমার নিশ্বাস।
আমাকে আমার মত বুঝবে কে আর?
আমি আমার না হলে,
আমার হওয়া দরকার।


বুকের ব্যাথা চেপে রেখে চুপ,
নিজের জন্য মায়া লাগে খুব।
মনের গল্পে কেউ চেনা নয়,
আপন ভাবলেই হারানোর ভয়।
তাই নিজেকে শুনাই নিজের গল্প,
হাসি না আসুক, কান্না অল্প।
আমাকে আমার মত বুঝবে কে আর?
আমি আমার না হলে,
আমার হওয়া দরকার।


কল্পনাতে ভাল থাকা যায়,
বাস্তবে নেমে বেঁচে থাকা দায়।
কিসের জন্য স্বান্তনা প্রিয় হই,
দিন শেষে আমার বন্ধুরা কই?
কেউ শুনেনা যাতনার গান,
সফলতা এলে ভাঙ্গে অভিমান।
তাই আমাকে, আমার আমি দেই উপহার।
আমি আমার না হলে,
আমার হওয়া দরকার।