আকাশ ভেঙে নামবে বুঝি শীতল অঝর শ্রাবণ!
অশান্ত মন চাইলেও আজ বাহিরে যাওয়া বারণ।
প্রিয়ার কথা করবে স্মরণ, এইতো ভালবাসার ধরণ।
জানি না আজ কি হয়েছে, স্মৃতি গুলো ছড়িয়ে আছে।
তুমিই তো সে কারণ।

এইতো সেইদিন হয়নি বেশি
থাকতে পাশে দিবানিশি।
বৃষ্টি ভেজা সন্ধ্যা এলে,
দিতে ভালবাসা ঢেলে।
আজ কেন এত দূরে,
আমায় যেন পর করে।
যাচ্ছো তুমি অচিন হয়ে,
হারিয়ে যাওয়ার শপথ নিয়ে।
কি ছিল তার কারণ।
আকাশ ভেঙে নামবে বুঝি শীতল অঝর শ্রাবণ!
অশান্ত মন চাইলেও আজ বাহিরে যাওয়া বারণ।


সেই পথ তো আজও আছে,
হাত বাড়ালেই পাবে কাছে।
চাইলে আমায় মনে করে,
তুমি আসতে পারো ফিরে।
আমার মন তো এমনি চায়,
মেনে নিচ্ছি আমার ই দায়।
আসো তবে আজ এই শ্রাবণে,
হারিয়ে যাই চল প্রেম পাবণে।
করো না আজ বারণ।
আকাশ ভেঙে নামবে বুঝি শীতল অঝর শ্রাবণ!
অশান্ত মন চাইলেও আজ বাহিরে যাওয়া বারণ।