তুমি চলে যেও প্রিয়, ঠিক ততক্ষণের জন্য।
যতক্ষণ না অগোছালো চারিপাশ খুঁজে না পায় তোমার জন্য অরণ্য।
তুমি চেয়েছিলে যেমন সাজানো আঙিনা,
তেমনটি যতক্ষণ না আসে।
তুমি চলে যেও প্রিয়, ঠিক ততক্ষনের জন্য।
যতক্ষণ না ভালবাসি ভালবাসি আর্তনাদ
না শুনতে পাও।
তোমার পেতে রাখা শীতলপাটি তে যতক্ষণ না স্বপ্নরা নিজ ইচ্ছায় আসে।
তুমি চলে যেও প্রিয়, ঠিক ততক্ষণের জন্য।
যতক্ষণ না বসন্তের ফুল প্রিয় হাতে তোমার খোঁপায় সোভা না পায়।
তোমার চুলের ঘ্রাণ খুঁজতে যতক্ষণ না কর্ম চিন্তা ভুলে বসে মন।