দু টাকার চশমাতে চোখ দুটো রাঙিয়ে,
ভাঙ্গা তরী ছেঁড়া পাল কেউ দেয় নামিয়ে।
বিবেকের সংজ্ঞাতে জেনেশুনে করে ভুল।
প্রজাদের টাক করে কেউ তুলে নেয় চুল।
জমিনের সীমানায় লেগে গেলে কাঁটাতার,
মালিকানা হোক যার, দলিলটা আমার।
কেউ যদি হাতেনাতে পড়ে যায় তালিকায় ।
বুক খুলে রাতে ঘুরে, দিন হলে সে পালায়।
গরিবের চোখে কি আছে নাকি দৃষ্টি।
প্রতিভায় থুতু মেরে, টাকা করে সৃষ্টি।
সংগ্রামী চোখ মুছে তুমি যাও ঘুমিয়ে।
তিন বেলা খেয়ো তুমি অন্যায় চিবিয়ে।
দুধ কলা জমা করে সাপ নামে রাস্তায়।
খুন হয় নীতিবান পাইকারী সস্তায়।
চুপ থাকো খুব চুপ, বোবা হলে ভাল হয়।
সাহসকে জুতো মেরে, প্রতিবাদী পাও ভয়।