আমি ভেসে যেতে দেখেছি, এক সমুদ্র ভালবাসা।
তলিয়ে যেতে দেখেছি, অহংকারী নৌযান।
সবার আড়ালে কাঁদতে দেখেছি, লোক হাসানো মানুষটিকে।
মরতে দেখেছি দাম্ভিকতায় মোড়ানো কোন এক ব্যক্তিত্বকে।
ধনী কে দেখেছি, আত্মিক অসুখে তিলে তিলে মরতে।
কাউকে নিজের মৃত ভাইয়ের গোস্ত খেতে দেখেছি কথায় কথায়।
রক্তের সম্পর্ক কে দেখেছি, রক্তপাত করতে।
ঘুমের ভিতর খুন হতে দেখেছি, মধ্যবিত্তের স্বপ্নকে।
বীভৎস স্বামীর লাশের পাশে স্ত্রীকে নয়, মা
কে দেখেছি কাঁদতে।
শিক্ষিতমহলের মা-বাবাদের বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেছি।
রাস্তার পাশে কুকুরের পেটে মানুষের লাথি দেখেছি।
অসৎ এর হাতে ক্ষমতাকে দেখেছি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে।
কালো পতাকায় শোকের আদলে, কাপুরুষদের দেখেছি হাসতে।
কথার মোড়কে বিষ মিশিয়ে প্রিয়দের আপ্যায়ন দেখেছি।
কর্মজীবনে আমার আমিকে হারিয়ে যেতে দেখেছি।
দেখিনি শুধু দাজ্জ্বাল, আর পশ্চিমে উদিত সূর্য।
কেয়ামত খুব নিকটে, তাইতো মানুষ হারাচ্ছে মনুষ্যত্ব।