এই যে আকাশ থেকে সদ্য পড়া একটা দুশ্চিন্তা, তুলে নিলাম মাথায়।
তার হাত ধরে আসলো রাত জাগা আর অন্ধকারের সাথে সন্ধি।
এই যে আমি অথবা আমাদের কি হবে চিন্তা গত হতে হতেও হচ্ছে নাহ।
কিন্তু হয়ে যাবে বলেই নতুন কিছু মাথায় নিয়েছি, আসলে হবে কি?
আচ্ছা পৃথিবীতে দুশ্চিন্তা কি অন্ধকার রাতের বাহক?
নাকি অন্ধকার রাত তার পাশে থাকা আপন কেউ?
প্রত্যেকটা ঘুটঘুটে অন্ধকার রাত কিভাবে বলতে পারে?
একটা বিষন্ন মগজে কত দুশ্চিন্তার পাহাড় মরে থাকে।
শহুরে শব্দে অন্ধকার আর দুশ্চিন্তার এই সন্ধির নামই কি ডিপ্রেশন?