ঐ আকাশপাণে তাকিয়ে আমি ভালবাসা খুঁজে পাই না।
ঐ ফুলের সুবাস দিয়ে মন ছুঁয়ে, এত ভাললাগা পাই না।
তোমার হাসিতে যা খুঁজে পাই, জানে আমার মন জানে।
"সে যে স্বর্গের সুখ, পূর্ণিমার আলো
আমার হৃদয়ে গলে গলে পড়ে।
যেন এলোমেলো মন আমার,
ধসে পড়ে অচেনা ঝড়ে।"


কাজল কালো ঐ চোখের ভাষা, না চাইতেও আমায় টানে।
খোলা চুলে শীতল হাওয়া, নিয়ে যায় তোমার পাণে।
যদি কিছু বলার থাকে, তোমার কাছে এসে যায় গুলিয়ে।
একি প্রেম নাকি,অন্য কিছু
আমার হৃদয় এলোমেলো করে।
"সে যে স্বর্গের সুখ, পূর্ণিমার আলো
আমার হৃদয়ে গলে গলে পড়ে।
যেন এলোমেলো মন আমার,
ধসে পড়ে অচেনা ঝড়ে।"


নুপুর পায়ে হেঁটে গেলে, রিনিঝিনি সুর মন খুঁজে পায়।
চোখটা থেকে আড়াল করার থাকে কি আর কোন উপায়।
যদি কিছু লিখার থাকে, তোমায় নিয়ে লিখে শেষ হবে না।
তোমার তুলনা, তুমি নিজে
পৃথিবীতে খুঁজে আর পাবো না।
"এ যে স্বর্গের সুখ, পূর্ণিমার আলো
আমার হৃদয়ে গলে গলে পড়ে।
যেন এলোমেলো মন আমার,
ধসে পড়ে অচেনা ঝড়ে।"