পৃথিবীতে কিছু মানুষের গল্পের দৈর্ঘ্য অল্প।
কিন্তু বিদায়ের পর লোকের মুখে আফসোস স্বরে তাদের নাম বহুবার আসে।
হয়তো সেই মানুষ গুলোর দলে আমি।
মাঝে মধ্যে মনে হয় ভিতরে কঠিন কিছু একটা পুষছি।
হতে পারে রোগ, আর না হয় কিছু না পাওয়ার শোক।
চলে যাবো ভেবে কখনও অস্থির পথ চেড়ে শান্ত হই।
কিন্তু বিয়োগের চিন্তা ভুলে যায় মন, আবার পাপের যোগ।
বেঁচে থাকতে নেতিবাচক কেউও লোকের মুখে, নিজেকে ইতিবাচক শুনতে চায়।
অথচ লোকে সত্যি কথাটাই শুনিয়ে দেয় বারবার।
আবার মরে গিয়ে দেখেন একবার,
সেই নেতিবাচক আপনাকে নিয়েই আহা কত শোক,
কত ইতিবাচক আলোচনা।
অথচ তখন আপনি শুনতেও পাচ্ছেন না।
পৃথিবীটাই এমন, আপনি যা চাচ্ছেন তা আপনার সামনে অন্য কেউ পাচ্ছে।
আর আপনি পাচ্ছেন যখন,
তখন আপনি থাকছেন না।