যাকে আমি আমার জীবনের 1st priority মনে করতাম,
একটা সময় এসে জানতে পারলাম আমি তার সময় গাননার বাহক ছিলাম মাত্র।
যাকে এক পলক দেখার জন্য সারাদিন আমি চটপট করতাম,
একটা সময় পর জানতে পারলাম, আমি তার প্রিয়দের তালিকার শেষ পাতার এক নাম মাত্র।
যার জন্য আমি আমার জীবনের সব সম্পর্ক একপাশ করে দিয়েছিলাম।
একটা সময় পর বুঝলাম, সে সম্পর্ক গুলোই আমার জীবনের বর্তমান ও ভবিষ্যৎ অধ্যায়।
আসলে জীবন অনেক বেশি বৈচিত্রময়।
সকালে আমি যাকে বিশ্বাস করছি নির্ধিদ্বায়,
বিকেলে সেও আমার বিশ্বাস ভেঙে দিবে নির্ধিদ্বায়।
এখন মনে হয় আসলে পৃথিবীতে সত্যি কেউ কারো নয়।
যে যখন যেখানের, সে তখন সেখানের।


এই যে আমি তোমাকে না চাইতেও চেয়ে ফেলেছি মাত্রাতীত। সেটা একান্তই আমার ভুল।
কিন্তু তোমার আশা দেয়াও নিছক কম ছিল না।
তার পরও তোমার দোষ দিচ্ছি না।
তোমার দরকার একটা পরিপাটি Career, হাতে Iphone 12 max pro, প্রতি মাসে ইচ্ছামত হাতখরচ।
এসব আমি দিতে পারতাম কই।
তাই তোমার সিদ্ধান্তকে সঠিক মনে করছি, তুমি তোমার জীবন গুছিয়ে নিয়েছো।


কিন্তু ভালবাসার মাপকাঠিতে তুমি আমায় ফেলে দেখতে যদি, বুঝতে তুমি তোমার জীবনে অনেকখানি ঠকে গেছ।
কারণ দিন শেষে তোমার অর্থের চাহিদা পূরন হবে ঠিকই,  কিন্তু ভালবাসার অভাব চিরন্তন রবে।
যে ঘরে অর্থের বাজেট চড়া হয়, সে ঘরে ভালবাসার জায়গা থাকে কই?