যদি আমি চার বছর আগে তোমার হতাম,
যদি তুমি তার আগমন ঠেলে অপেক্ষায় থাকতে।
যদি আমি আরো আগে এই অবস্থানে পৌঁছাতাম,
যদি তুমি আমার জন্য, ভুল করতে গিয়ে সামলাতে।
যদি শরীর নামের কিছু না থাকতো,
যদি মনটাই শুধু ছোঁয়া যেতো।


যদি অন্ধকার সন্ধ্যা ঘিরে না আসতো,
যদি হায়নার ডাক কেউ থামিয়ে দিত।
যদি শাসনের হাত ঠিক থাকতো,
যদি বিবেক তোমায় আটকাতো।
যদি কলেজ নামের কিছু না থাকতো,
যদি মানুষ নামে কুকুর না জন্মাতো।


তাহলে এখন যা আছো,
তাই আমার সারাজীবনের আনন্দের কারণ হতো।